বসুন্ধরা চক্ষু হাসপাতালে ২২ রোগীর বিনামূল্যে অপারেশন – বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ২২ রোগীর বিনামূল্যে অপারেশন - বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে গরিব-দুস্থ ২২ রোগীর চোখের ছানি, নেত্রনালি ও মাংস বৃদ্ধি অস্ত্রোপচার (অপারেশন) করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান সড়কে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোগী আলমগীর কবীর (৫২) বলেন, ‘আমি চোখের ছানি অপারেশন করাতে এসেছি। এখানে আসার পর থেকে আমাদের দেখাশোনা করা হচ্ছে। বিনামূল্যে খাবারও দেওয়া হচ্ছে। এমন কার্যক্রম সবার জন্যই মঙ্গলজনক। খুব ভালো উদ্যোগ।’ আরেক রোগী খন্দকার সাখাওয়াত হোসেন (৬৫) বলেন, ‘টাঙ্গাইলে আমার বাড়ির পাশেই ক্যাম্প করে সেবা দেওয়া হয়েছে। আমার পরিচিত অনেকে এখানে বিনামূল্যে অপারেশন করিয়েছেন। সবাই সুস্থ আছেন। এখানে চক্ষু হাসপাতালে খাওয়া-থাকার ব্যবস্থাও আছে। পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ। আমাদের কোনো কিছুর সমস্যা হচ্ছে না।’ বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. রুবিনা আক্তার এবং ডা. তাসরুবা শাহনাজ। ১৩ জন পুরুষ ও নয়জন নারী রোগীর অপারেশন করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের ছানি, ছয়জনের নেত্রনালি ও একজনের মাংস বৃদ্ধি অপারেশন করা হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচআর অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব-দুস্থ দৃষ্টিহীন রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে প্রায় ১ হাজার ৩০০ রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে। ক্যাম্পটি গত ২৫ মার্চ টাঙ্গাইলের গোপালপুরের ভেঙ্গুলার খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। সেখানকার ২২ রোগীর এ অপারেশন করা হয়।

 

Source : বাংলাদেশ প্রতিদিন